বাংলাদেশি রোগীদের জন্য নির্বিঘ্ন স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দিয়েছে চীনের কয়েকটি বেসরকারি হাসপাতাল। দেশটির ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধিদলকে তাঁরা এ প্রতিশ্রুতি দেন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ কথা জানিয়েছে। চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের নেতৃত্বে সম্প্রতি দেশটি সফরে যান সাংবাদিক প্রতিনিধিদল। সাংবাদিকদের পাশাপাশি সফরে প্রেস উইংয়ের একাধিক সদস্য অংশগ্রহণ করেন। চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে চীন সরকার ২৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদলকে কুনমিং সফরের আমন্ত্রণ জানায়।
শুক্রবার সফরের শেষ দিনে দলটি কুনমিং টোংরেন হাসপাতাল, কুনমিং আই হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে। সেখানে তাঁরা আধুনিক চিকিৎসাসুবিধা ও উচ্চমানের রোগীসেবার চিত্র প্রত্যক্ষ করেন। সফরকালে এক ঘণ্টার এক প্রেজেনটেশনে সাংবাদিকদের কুনমিং টোংরেন হাসপাতাল সম্পর্কে জানানো হয়।
হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট শেন লিং বলেন, ‘আমাদের হাসপাতালে উন্নত চিকিৎসাসুবিধার ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি সংযোজন করেছি।’ তিনি হাসপাতালের আধুনিক চিকিৎসাপ্রযুক্তি, মানবিক সেবা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিশেষ সুবিধাগুলো বিস্তারিত তুলে ধরেন। বাংলাদেশি প্রতিনিধিদল কুনমিং আই হাসপাতালও পরিদর্শন করেন। সেখানে তাঁরা লেজার সার্জারি, উন্নত চক্ষুরোগ নির্ণয়প্রযুক্তি ও সমন্বিত চক্ষুসেবার চিত্র দেখেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সফররতদের জানান, বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসাপ্রক্রিয়া সহজ করার উদ্যোগ চলছে। তার মধ্যে রয়েছে যোগাযোগ ও ভর্তিপ্রক্রিয়া সহজ এবং আন্তর্জাতিক রোগীসহায়ক সেবাগুলো উন্নত করা। কুনমিং আই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং মিন সাংবাদিকদের জানান, বেসরকারি হাসপাতাল হলেও তাঁদের সেবার মান সরকারি হাসপাতালের সমান।
প্রতি বছর ভারত, রাশিয়াসহ বিদেশি শত শত রোগী সেখানে চিকিৎসার জন্য যান। বাংলাদেশি চক্ষুরোগীদের সাশ্রয়ী খরচে চিকিৎসা দিতে তাঁরা প্রস্তুত বলে জানান ঝাং মিন।