আগের দিন বড় উত্থানের পর গতকাল শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সব কটি মূল্যসূচক। সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার শেয়ারবাজারে বড় উত্থান হয়। সেই সঙ্গে বাড়ে লেনদেনের গতি। গতকাল লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ১২২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২০৭টির। আর ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট কমে ৫৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৭৩ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৩৭ কোটি ৪০ টাকা। অন্যদিকে শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৮ পয়েন্ট।
বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৭ প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৩টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২০ কোটি ৬ লাখ টাকা।