‘তারুণ্যের উৎসব ২০২৫’ সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক রবিবার এ বিষয়ে সব ব্যাংকে একটি নির্দেশনা পাঠায়। চিঠি পাওয়ার পর বিভিন্ন ব্যাংক থেকে শোভাযাত্রার জন্য ব্যানার প্রস্তুতসহ কর্মকর্তাদের উপস্থিত থাকার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ বেলা ১টায় নভোথিয়েটার, বিজয় সরণি ও তেজগাঁওয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সব সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণের কথা রয়েছে। এ আয়োজন সফল করতে সব ব্যাংককে নিজ নিজ ব্যানারে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে প্রধান কার্যালয়সহ ঢাকার আশপাশের শাখা থেকে প্রতিনিধিদল পাঠাতে বলা হয়েছে।
এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠি পেয়েছি। আমাদের ব্যাংক থেকে একটি প্রতিনিধিদল শোভাযাত্রায় অংশ নেবে। এ লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি।’