রংপুরের পীরগঞ্জে ৩ শতাধিক ছাত্রী হাতে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিলের পর তাদের বিদ্যালয়ের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। গতকাল দুপুরে উপজেলার মাদারগঞ্জ হাটের মাদারগঞ্জ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করে স্থাপনা ভেঙে দেয়। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নারী শিক্ষাপ্রতিষ্ঠান মাদারগঞ্জ বালিকা বিদ্যালয়টি মাদারগঞ্জ হাটের মধ্যে অবস্থিত। বিদ্যালয়টির সামনে দিয়ে গাইবান্ধার সাদুল্যাপুর-রংপুরের বড়দরগাহগামী সড়ক। পাশাপাশি বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশে ফাঁকা জায়গায় এলাকার আরেক স্কুল মাদারগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ তাজুল ইসলাম শামীম একটি বড় টিনের ছাউনী দিয়ে দখল করে নেন। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পথচলায় সমস্যার সৃষ্টি হয়।
গতকাল বালিকা বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। একপর্যায়ে ছাত্রীরা হাটের মধ্যে ভূমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের পর টিনের ছাউনিটি ভেঙে দেয়। বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, পথচলায় মারাত্মক ব্যাঘাতের সৃষ্টি এবং স্কুলের জমি দখল করায় উত্তেজিত ছাত্রীরা স্বপ্রণোদিত হয়ে অবৈধ দখল উচ্ছেদ করেছে। তাজুল ইসলাম শামীম বলেন, স্কুলে আমি পৈতৃক সূত্রে জমি পাই। আমার জায়গায় স্থাপনা নির্মাণ করলেও ছাত্রীরা তা ভেঙে ফেলে।