নিখোঁজের দুইদিন পর ঝিনাইদহের শৈলকুপায় একটি পুকুর থেকে মশিউর রহমান রুজু নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চড়িয়ারবিল ১৭ মাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মশিউর রহমান পার্শ্ববর্তী পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে যান মশিউর রহমান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায় না। পরে শনিবার সকালে পার্শ্ববর্তী চড়িয়ারবিল সতেরমাইল এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ওই বৃদ্ধের পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই