কক্সবাজারের চাঞ্চল্যকর টমটম চালক সোহেল হত্যা মামলার মূলহোতা মনসুর আলম প্রকাশ ধলাইয়াকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার মনসুর আলম কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালী গ্রামের শাহ আলমের ছেলে।
র্যাব জানায়, গত শনিবার (২ আগস্ট) টমটম চালক সোহেল প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। পরদিন রবিবার (৩ আগস্ট) রশিদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি নালায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার রামু থানায় হত্যা মামলা দায়ের করে।
তদন্তে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে সোহেলের টমটম ছিনিয়ে নিতে গিয়ে আসামিরা তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যার সময় সোহেল আসামিদের চিনে ফেলায় তারা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং শার্ট ছিঁড়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ নালায় ফেলে টমটম নিয়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি আ. ম. ফারুক।
বিডি প্রতিদিন/নাজিম