শক্তি-সামর্থ্য কিংবা ফিফা র্যাংকিং, সব কিছুতেই দুই দলের ব্যবধান অনেক বেশি। ফুটবল মাঠেও সেটিরই প্রমাণ দিল ইতালি। এস্তোনিয়াকে উড়িয়ে বিশাল ব্যবধানে জিতল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার রাতের ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ইতালি।
বিশ্বকাপ বাছাইয়ের চলতি আসরে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় জয় পেল চারবারের বিশ্ব চ্যম্পিয়নরা। ম্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রাখা ইতালি গোলের জন্য ৪০টি শট নেয়, এর ১৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, এস্তোনিয়া কেবল চারটি শট নিতে পারে লক্ষ্যে, এর দুটি ছিল লক্ষ্যে।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালি। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় তারা। মোইজে কিনের ক্রসে মাত্তেও পলিতানোর শট ব্লকড হয় এস্তোনিয়ার রক্ষণে।
চতুর্থ ও অষ্টম মিনিটে দুটি শট লক্ষ্যে রাখতে পারেননি ফেদেরিকো দিমার্কো। ২০তম মিনিটে ডাবল সেভে ইতালির হতাশা বাড়ান এস্তোনিয়ার গোলরক্ষক। ২৯তম মিনিটে সান্দ্রো তোনালির শট ব্লকড হওয়ার পর ৩২ থেকে ৩৫ মিনিটের মধ্যে তিনটি শট লক্ষ্যে রাখতে পারেননি রিক্কার্দো কালাফুরি, কিন ও পলিতানো।
প্রথমার্ধের বাকি সময়েও খেলা চলে একই তালে। বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালি। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারাচ্ছিল তারা।
অবশেষে ৫৮তম মিনিটি ভাঙে ম্যাচের ডেডলক। দিমার্কোর ক্রসে মাতেও রেতেগির ফ্লিকে বল পেয়ে যান কিন। খুব কাছ থেকে হেডে বাকিটা সারেন তিনি। পরের মিনিটে একটুর জন্য ব্যবধান দ্বিগুণ করতে পারেননি কিন। গোলরক্ষককে একা পেয়েও তর শট ফেরে পোস্টে লেগে।
এগিয়ে গিয়েও একই রকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইতালি। ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। ডি বক্সের বাইরে থেকে রেতেগির নিখুঁত শট খুঁজে নেয় জাল।
তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান জায়াকোমো রাসপাদোরি। খুব কাছ থেকে হেডে গোলটি করেন তিনি।
৮৯তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন রেতেগি। আন্দ্রেয়া কেম্বিয়াসোর চমৎকার ক্রসে জাল খুঁজে নেন তিনি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের নিজেদের পোস্ট থেকে বল কুড়িয়ে আনে এস্তোনিয়া। রাসপাদোরির ক্রসে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জালে বল পাঠান বাস্তোনি। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইতালি। ৩ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'আই' গ্রুপের তিনে আছে ইতালি। ৫ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে চারে আছে এস্তোনিয়া। ৪ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় নরওয়ে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে ইসরায়েল।
বিডি প্রতিদিন/নাজিম