শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব ও ভিসি নিয়োগ নিয়ে টানাপোড়েনে ৫ মাস ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম হতাশার মধ্যে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫ সহস্রাধিক শিক্ষার্থী। একই সঙ্গে উদ্বেগে রয়েছেন অভিভাবকরাও। এদিকে সব দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে শ্রেণি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। গতকাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের অনেক শিক্ষার্থী ক্লাস রুমে বসে থাকেন শিক্ষকের অপেক্ষায়। কিন্তু শেষ পর্যন্ত কোনো শিক্ষক ক্লাসে উপস্থিত না হওয়ায় ফিরে যান শিক্ষার্থীরা। অপরদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন কুয়েট গার্ডিয়ান ফোরাম। গতকাল প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে অভিভাবকরা এ দাবি জানান। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসিকে অব্যাহতির দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
২৪ এপ্রিল ভিসি ড. মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেওয়ার পর অন্তর্বর্তী সময়ের জন্য ড. হযরত আলীকে ভিসি দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শিক্ষক সমিতি ১৮ ফেব্রুয়ারি কয়েকজন শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচার দাবি করে টানা কর্মসূচি দিলে ড. হযরত আলী পদত্যাগ করেন।