বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। কারও জন্য দলের দুর্নাম হয় এমন কাজ করা যাবে না। যারা অন্যায়-অপকর্ম করছে তাদের ছাড় দেওয়া হচ্ছে না, দল থেকে বহিষ্কার করা হচ্ছে। গতকাল নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মামলা ও গ্রেপ্তারের জন্য বলা হচ্ছে। কিন্তু সরকার অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, একটি গোষ্ঠী চায় না দেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসুক।
তারা নির্বাচন চায় না। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের আবারও আন্দোলন করতে হবে। আন্দোলনের পাশাপাশি নির্বাচনে জিততেও হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এম এ মতিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি প্রমুখ।