‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট’- এ প্রতিপাদ্য মনেপ্রাণে ধারণ করে দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পণ্য কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজার এলাকায় মেসার্স তুহিন ট্রেডার্সের আয়োজনে গতকাল দুপুরে হালখাতা অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মেসার্স তুহিন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মো. আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসবিজি সিমেন্ট সেক্টরের ডিএমডি কে এম জাহিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিমেন্ট সেক্টরের সিএসও শাহ জামাল শিকদার, সাউথ বেঙ্গলের সিনিয়র ডিজিএম শাহাদৎ হোসেন, সিমেন্ট সেক্টরের কুষ্টিয়া জোনের ম্যানেজার জাফরুল ইসলাম, ঝিনাইদহ জেলার অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার মো সাইফুল ইসলাম (শোভন)। এ ছাড়াও ছিলেন স্থানীয় অফিসার শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট গুণেমানে সেরা। অনুষ্ঠানের শেষ পর্বে পাঁচজন সেরা ঠিকাদার ও ১০ জন সেরা ব্যবসায়ীসহ উপস্থিত সব ব্যবসায়ীকে পুরস্কৃৃত করা হয়।