বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসায় ঢুকে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সত্তার হাওলাদার (৬৫) উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের গোলদারবাড়ির বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক। নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঘরের দরজায় কে বা কারা নক দেয়। তাঁর স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন ছুরি দিয়ে কুপিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ডাকচিৎকার শুনে তাঁকে বাঁচাতে যাওয়ার আগেই হত্যাকারী পালিয়ে যায়। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত এবং তার মুখে দাড়ি ছিল। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘কে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে সবই অজ্ঞাত। তাঁর স্ত্রীসহ স্বজনরাও কিছু বলতে পারছেন না। তদন্ত না করে বিস্তারিত কিছু বলতে পারব না। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের ভাতিজা লিটন হাওলাদার জানান, তার চাচার সঙ্গে এলাকায় কারও তেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে তার বোধগম্য নয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।