সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া গার্লস স্কুলের মাঠে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি সংস্কার চায় তবে কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছেন, আসুন বিএনপির বিপরীতে ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন, আপনাদের ভরাডুবি ছাড়া আর কিছুই হবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারও নেই।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।