চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমসিএইচ) ক্যানসার, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও কিডনি রোগে আক্রান্ত ৩৪৭ জনের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। গতকাল হাসপাতালের অডিটরিয়ামে আয়েজিত অনুষ্ঠানে রোগী-স্বজনের হাতে চেক হস্তান্তর করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, ‘জটিল পাঁচটি রোগে আক্রান্ত ৩৪৭ জন রোগীকে সরাসরি কিছু সহযোগিতা করা হচ্ছে।
আমাদের আরও ভালো লাগত যদি টাকাগুলো আমরা তাদের বাসায় গিয়ে দিয়ে আসতে পারতাম। তা ছাড়া তারা সবাই ব্যয়বহুল একটা রোগে আক্রান্ত। রোগের চিকিৎসা ব্যয়ের তুলনায় এ টাকা হয়তো বেশি নয়। তবু আমরা চেষ্টা করছি তাদের পাশে থাকতে।’