রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। তারা হলেন- মোছা. আছমা ও মো. করিম মিয়া। বৃহস্পতিবার রাতে খিলক্ষেত কাঁচাবাজার এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায়, কয়েকজন ব্যবসায়ী খিলক্ষেত এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে গাঁজা বিক্রি করবে। তারা ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসেছে। গাঁজাসহ খিলক্ষেত রেলগেট কাঁচাবাজার ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পার্শ্বে যাত্রী ছাউনিতে তারা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আসমা ও করিমকে ১০২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তাররা জামালপুর ও ময়মনসিংহ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কিনে এনে মো. ফারুকসহ খিলক্ষেত ও আশপাশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। গ্রেপ্তার আসমার বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং মো. ফারুকের বিরুদ্ধে ডিএমপি, ময়মনসিংহ, গাজীপুর, জিএমপি ও টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রয়েছে।