আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’। গতকাল রাজধানীর গুলিস্তানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও, বিকাল ৪টা ৪০ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। জাতীয় যুবশক্তির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করেন তিনি। আহ্বায়ক তারিকুল ইসলাম যুবশক্তির ঘোষণাপত্র পাঠ করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রমুখ।
এর আগে, দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় যুব শক্তির নেতা-কর্মীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় অংশগ্রহণকারীদের ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘যুব শক্তি আসছে, রাজপথ কাঁপছে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।