চার বছর আগে তিন মাসের জন্য গঠিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি। তারপর আর সম্মেলনও হয়নি, হয়নি কমিটি। শুধু তাই নয়, শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কারসহ অধিকাংশের ছাত্রত্ব শেষ হওয়ায় নেতৃত্ব সংকটে পড়েছে দলটি।
জানা গেছে, ২০২১ সালের ১৬ জুলাই সুলতান আহমেদ রাহীকে আহ্বায়ক ও শামসুদ্দিন চৌধুরী সানিনকে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও অন্যদের সদস্য করা হয়। এ কমিটিতে এখন ছয় সদস্য বিশ্ববিদ্যালয় নিয়মিত ছাত্র ও সক্রিয় আছেন হাতে গোনা কয়েকজন। কমিটির আহ্বায়কের একাডেমিক কার্যক্রম শেষ, রাজনীতি ছেড়েছেন সদস্যসচিব। এ ছাড়া প্রবাস গমন ও চাকরিতে প্রবেশসহ বিভিন্ন কারণে নিষ্ক্রিয় হয়েছেন যুগ্ম আহ্বায়ক বুলবুল রহমান, শামস দীপ্ত, জহির শাওন, আবদুল লতিফ সম্রাট, ওয়াজেদ আলী ও নাসির আহম্মেদ এবং আহ্বায়ক সদস্য জাকির রেদোয়ান ও সজীব ওয়াজেদ জয়। চাঁদাবাজিসহ শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, কর্মী হাসিবুল ইসলাম হাসিবকে অব্যাহতি ও বহিষ্কৃত হয়েছেন আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন।
আওয়ামী শাসনামলে তেমন কর্মসূচি না দিলেও জুলাই অভ্যুত্থানের পর ক্যাম্পাসে দলীয় কার্যক্রমের পাশাপাশি মিছিল ও মিটিং করছে সংগঠনটি। তবে নেতাদের বিরুদ্ধে বহিরাগতদের এনে সভা সমাবেশ করার অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে কেউ ছাত্রলীগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত হলে পরিণতি তাদের মতোই হবে।
সংগঠনের গঠনতন্ত্রের ১৪ নম্বর অনুচ্ছেদের ‘খ’ ধারায় বলা হয়েছে, আহ্বায়ক কমিটি অবশ্যই তিন মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করবে। ‘গ’ ধারায় বলা হয়, আহ্বায়ক কমিটি কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন দিতে ব্যর্থ হলে কেন্দ্র সিদ্ধান্ত নেবে।
নতুন কমিটি দাবি করে শাখার যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান বলেন, কর্মী সম্মেলনে প্রায় ১ বছর হলেও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেই। অথচ নেতৃত্ব সংকটে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন নেতৃত্ব গড়ে উঠছে না। হতাশা প্রকাশ করে অবিলম্বে নতুন কমিটির দাবি জানান তিনি।
এ ব্যাপারে শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, নতুন কমিটি আমরাও চাই। স্বৈরাচার পতনের আন্দোলন বেগবান করতেই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। আমরা সেই আন্দোলনে সফল হয়েছি। এতে আমাদের বহু হামলা-মামলা ও নির্যাতন সহ্য করতে হয়েছে। পরবর্তীতে কমিটিতে এই ত্যাগীরা মূল্যায়িত হবে বলে প্রত্যাশা করছি।