নকশা না মেনে তৈরি করা ভবনগুলোতে থাকা বিদ্যুৎ, পানিসহ সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। গতকাল ধানমন্ডি সাতমসজিদ রোডে বহুতল ভবন পরিদর্শন দর্শন শেষে তিনি এ কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, নকশা না মেনে তৈরি এসব রেস্টুরেন্টে অগ্নিকা সহ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে সব সংস্থা একযোগে কাজ করবে। ব্যত্যয় করা ভবনের বিদ্যুৎ ও পানিসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সাতমসজিদ রোডসহ ঢাকার অন্যান্য স্থানের এরূপ নকশাবহির্ভূত ও অননুমোদিত রেস্টুরেন্ট এবং আবাসিক ও বাণিজ্যিক ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে রাজউক। একটি বাসযোগ্য ঢাকা গড়ে তোলার জন্য ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সব সংস্থাকে নিয়ে কাজ করবে রাজউক।
ধানমন্ডির সাতমসজিদ রোডের জাস্টিজ আমিন আহমেদ ট্রাস্ট ভবন পরিদর্শন করে রাজউক চেয়ারম্যান বলেন, ১২ তালা ভবনটির প্রায় প্রতিটি তালায় এক বা একাধিক রেস্টুরেন্ট পাওয়া যায়। নকশা অনুযায়ী ভবনটি অনাবাসিক হলেও রেস্টুরেন্টগুলো রাজউক প্রদত্ত নকশা মেনে পরিচালিত হয়নি।
এ সময় রাজউক চেয়ারম্যানসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা প্রতিটি রেস্টুরেন্ট ঘুরে দেখেন। বেশ কয়েকটি রেস্টুরেন্টে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। কিছু রেস্টুরেন্টে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ভবনটিতে নকশা অনুযায়ী দুর্যোগকালীন পরিস্থিতিতে জরুরি বহির্গমনের জন্য ফায়ার এক্সিট পাওয়া যায়নি। জরুরি বহির্গমনের সিঁড়ি ও নকশা অনুযায়ী নির্ধারিত স্থানে পাওয়া যায়নি।
পরিদর্শনে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসিসহ অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।