দেশে গণতন্ত্র ও নির্বাচন এখন সোনার হরিণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্রের আন্দোলন আজ দেশের সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের জন্য অপরিহার্য হয়ে গেছে। জনগণ চায় একটি সংস্কার করা রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন। বিএনপি যে সংস্কার করেছে অন্য কোনো দল তা করতে পারেনি। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে জিয়া মঞ্চ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম আরও বলেন, গত ১৭ বছর বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজনীতি করে এবং ভবিষ্যতেও করবে বলে উল্লেখ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে আবদুস সালাম বলেন, আমরা আইনের শাসন চাই, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চাই এবং পরপর দুবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হতে পারেন এমন ব্যবস্থাও চাই।
ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেন আবদুস সালাম। তিনি বলেন, এ মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে। সীমান্তের ওপার থেকে ফ্যাসিস্টের কথায় কিছু হবে না। এ দেশ চলবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে। মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, গবেষণাবিষয়ক সহসম্পাদক শামীমুজ্জামান শামীম, ফরিদপুর বিভাগ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ জিয়া মঞ্চের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।