ককটেল ফাটিয়ে ব্যবসায়ীর মালামাল লুটের দায়ে সোনারগাঁ উপজেলার বহিষ্কৃত যুবদল নেতা (যুগ্ম আহ্বায়ক) আশরাফ ভূইয়ার বিরুদ্ধে এবার আরেক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের তাজমহল এলাকায়। থানায় অভিযোগসূত্রে জানা যায়, জমির সাইনবোর্ড তৈরির জন্য প্রয়োজনীয় লোহার পাত কিনতে তাজমহল এলাকার পাশে মাসাবো বাজারে নবীর হোসেনের দোকানে যান ব্যবসায়ী গোলজার হোসেন। তার সঙ্গে দুই ভাতিজা ও গাড়ির ড্রাইভার ছিলেন। পূর্বশত্রুতার জেরে দোকানে যাওয়ার কিছুক্ষণ পরই ৪-৫টি মোটরসাইকেলে যুবদলের বহিষ্কৃত নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দোকানের সামনে তাদের ঘেরাও করে। এ সময় একাধিক ডাকাতি মামলার আসামি সোয়েব মিয়া গোলজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। পরে বাজারে এলাকাবাসীর উপস্থিতি দেখে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে তারা। কাজ শেষে বাড়ি ফেরার পথে পেরাবো এলাকায় গোলজারের গাড়ির গতি রোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা চালায়। তবে গাড়িচালকের বিচক্ষণতায় সেখান থেকে কোনোরকমে প্রাণে বেঁচে যান ব্যবসায়ী। এ ব্যাপারে গোলজারের গাড়িচালক কামাল হোসেন বলেন, পেরাবো এলাকায় আবার আমাদের গাড়ির গতি রোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করে। আমি কৌশলে গাড়ি চালিয়ে পালিয়ে আসতে সক্ষম হই।’ এ ব্যাপারে আশরাফ ভূইয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, ‘থানায় ব্যবসায়ীর দায়ের করা একটি অভিযোগ পেয়েছি। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’