কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না আলোচিত কওমি মতাদর্শী অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এমনকি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সম্ভাবনাও নেই বলেও গতকাল দাবি করেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এর আগে শনিবার রাতে বিএনপির হাই কমান্ডের সঙ্গে সাক্ষাৎ করে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধিদল। বৈঠকের পর হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির জোটের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়। বৈঠকের বিষয়ে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে দেশের বর্তমান পরিস্থিতি ও কিছু জরুরি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তের আলোকেই শনিবার বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে। দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে একইভাবে বৈঠক করবে হেফাজতে ইসলাম। ওই বৈঠক কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। এমনকি কোনো জোটের সঙ্গে সম্পৃক্তও হবে না।’