ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আজ ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে ৪ দিন। ৬ এপ্রিল থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন চলবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে এদিন লেনদেন আরও কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দুই দিনের এক দিন ১৭ পয়েন্ট ও সোমবার ১৪ পয়েন্ট বেড়েছিল। ডিএসইতে ৩১৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭১ কোটি ৩৮ লাখ টাকার বা ১৮ শতাংশ। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৮ টির, দর কমেছে ১৪৮ টির ও দর পরিবর্তন হয়নি ৭১টি প্রতিষ্ঠানের। লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা। ১৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে প্রতিষ্ঠানটির। ১৩ কোটি টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন ও তৃতীয় শীর্ষে থাকা এসপি সিরামিকের ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪১ পয়েন্ট। আগের দিন সিএসইতে ২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়েছিল।