সিলেটে ছয় দিনের মধ্যে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দুজনকে চাঁদাবাজি ও একজনকে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মানকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দল থেকে বহিষ্কার করা হয় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদকে। ৫ ফেব্রুয়ারি তাদের একটি বাসা থেকে তিন সহযোগীসহ ইমাদকে আটক করে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে দেশি অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছিল।
এ প্রসঙ্গে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, যুবদলে কোনো অপরাধীর ঠাঁই নেই এ ব্যাপারে কেন্দ্র ও সিলেট যুবদল ‘জিরো টলারেন্স’ নীতিতে আছে। কেউ অপকর্ম করে পার পাবে না।