দুর্নীতি-অন্যায় না করার অঙ্গীকারের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নতুন কার্যনির্বাহী পরিষদের কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল রাজধানীর কাকরাইলের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই দায়িত্ব নেয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি এম সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দায়িত্ব নিয়েছেন সিনিয়র সহসভাপতি শামীম সাঈদী, সহসভাপতি হাফেজ নূর মোহাম্মদ, শরীয়ত উল্লাহ সহীদ ও মোহাম্মদ আবদুল হক, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, মো. আবদুল মালেক, মুহাম্মদ আবদুল কাদির, অর্থসচিব মোহাম্মদ আবদুল হামিদ, জনসংযোগ সচিব জাহিদ আলম, সাংস্কৃতিক সচিব মো. কাউছারউদ্দিনসহ ১৫ জন কার্যনির্বাহী সদস্য।
একই সময়ে ১৫ সদস্যবিশিষ্ট ঢাকা আঞ্চলিক পরিষদ, ৯ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং ৯ সদস্যবিশিষ্ট সিলেট আঞ্চলিক পরিষদ কমিটি দায়িত্ব নেয়।
সৈয়দ গোলাম সরওয়ার বলেন, আমি দুর্নীতি-অন্যায় করব না, অন্যদের করতে দেব না। এটাই আগামী দিনে চলার অঙ্গীকার।
ফরিদ আহমেদ মজুমদার বলেন, বিগত কয়েক বছরে হাবের নেতৃত্বে কোনো গতিশীলতা সৃষ্টি হয়নি। বিশেষ করে সদ্য বিদায়ি কমিটির শীর্ষ নেতৃত্বের ক্ষমতার একচ্ছত্র ব্যবহারের ফলে মন্ত্রণালয়ে হাবের যে দূরুত্ব সৃষ্টি হয়েছে, আমরা সেটি কমিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। হজের বাড়তি টাকা নিয়ে জনগণের মধ্যে যেসব নেতিবাচক ধারণা রয়েছে, সেগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।