ইলিশের নিরাপদ প্রজনন এবং বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এ বছরও ভোলার ইলিশা ও মেঘনা নদীতে সব প্রকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ মধ্যরাত থেকে আগামী দুই মাস এ নিষেধাজ্ঞা থাকবে। এতে প্রায় দুই লক্ষাধিক জেলের আয় বন্ধ হয়ে যাবে। তবে এ সময় ভরণপোষণের জন্য জেলেদের সরকার থেকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। এ চাল পাবেন শুধু নিবন্ধিত জেলেরা। জেলা মৎস্য অফিসের তথ্যমতে, এ বছর ভোলা জেলায় ৮৯ হাজার ৬০০ নিবন্ধিত জেলের অনুকূলে ৭ হাজার ১৬৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মার্চ-এপ্রিল- দুই মাস মাছ ধরা বন্ধ থাকার সময়ে প্রত্যেক জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।
১০ মার্চের মধ্যে ভিজিএফের চাল দেওয়া কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় বরাদ্দের চাল পৌঁছে গেছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, এ বছর মা ইলিশ প্রচুর পরিমাণ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। তাই মেঘনা, তেঁতুলিয়া ও সাগর মোহনার অভয়াস্থলে দুই মাস মাছ ধরা বন্ধ রাখলে চলতি মৌসুমে এ অঞ্চলে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।