সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান বলেছেন, সোনালী ব্যাংকের ঋণখেলাপিদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঋণখেলাপি সবার জন্য একই আইন। তাদের ব্যাংকের গ্রাহক ছাড়া অন্য কোনো দৃষ্টিতে দেখার সুযোগ নেই। খেলাপি আদায়ের জন্য নিয়ম অনুযায়ী যা করণীয় তা-ই করবে সোনালী ব্যাংক। গতকাল রংপুর নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে এ কথা বলেন তিনি। রংপুর জিএম অফিসের জিএম আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেনারেল ম্যানেজার আলী আশরাফ আবু তাহের ও দিনাজপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার। সম্মেলনে সোনালী ব্যাংক রংপুর ও দিনাজপুর জেলার প্রিন্সিপাল অফিস, করপোরেট শাখাপ্রধানসহ সব শাখা ব্যবস্থাপক অংশ নেন।