ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুরির অপবাদে বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহিমকে (১১) তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মিজানুর রহমান গোলাপ। তিনি ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। এমন ঘটনার প্রতিবাদে গতকাল তেঘরিয়া কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা দ্রুত অভিযুক্তের বিচারের দাবি জানায়। ভুক্তভোগী মাহিম জানায়, আমার বিরুদ্ধে মিথ্যা রড চুরির অভিযোগ এনে মারধর করে।
স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে রাস্তায় বের হয় সে।
এ সময় গোলাপের নির্মাণাধীন বাড়ির পাশে যায় তারা। কিছুক্ষণ পর রড চুরি করছি বলে স্কুল থেকে আমাকে ডেকে নিয়ে মারধর করেন। কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, একজন শিক্ষার্থীকে এভাবে মারধর করার সাহস কীভাবে পায়। আমরা এর সঠিক বিচার দাবি করছি। মিজানুর রহমান গোলাপের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।