সারা দেশেই জলাশয়গুলো দখল-দূষণে বন্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, সারা দেশেই হাওর-বাঁওড়সহ অন্যান্য জলাশয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে। এতে উৎপাদন কমে যাবে, মৎস্যজীবীরা আরও ক্ষতিগ্রস্ত হবে। গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‘জাল যার, জলা তার’ স্লোগানটি উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জলাশয়ের ইজারা যেন মৎস্যজীবী ছাড়া কেউ না পায় সে বিষয়টি পর্যালোচনায় রয়েছে। এ বিষয়ে সম্প্রতি ভূমি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে আন্তমন্ত্রণালয় মিটিং করেছি।
তাৎক্ষণিক মুনাফার আশায় মাছ ও অন্যান্য গবাদি পশুকে অস্বাস্থ্যকর খাবার ও ওষুধ না দেওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। মতবিনিময় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আবদুল ওয়াদুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের খামারি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।