উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার নায়েবে আমির ও ভোলার মাদরাসা শিক্ষক মাওলানা মুহিবুল্লাহকে মুক্তি না দিয়ে কারাগারে আটকে রাখায় বিক্ষোভ দেখানো হয়েছে। গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভের পর বিকালে তাকে মুক্তি দেওয়া হয়। বিক্ষোভকারীরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও জেলারের বিরুদ্ধে আদালতের রায় অবমাননার অভিযোগ করেন।
কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, জামিনের কাগজ পাওয়ার পর তা যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।