টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে মেরে ফেলার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে ভুক্তভোগী মো. শাহ আলম এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৯ বছর আগে ভূঞাপুর পৌরসভার খাটান্দী এলাকার স্বপন কাজার মেয়ে মীম কাজীর সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসার জীবন ভালোভাবে যাচ্ছিল না। ইতিমধ্যেই আমার স্ত্রীর অনেক কুকর্ম আমার নজরে আসতে থাকে। বিষয়টি আমার স্ত্রীর কাছে বার বার বলেও কোনো লাভ হয়নি। বিয়ের পর থেকে আমার স্ত্রীকে আমাদের বাড়িতে নিতে চাইলেও আমি নিতে পারিনি। বাধ্য হয়ে ঈদের দিনগুলোও আমাকে শ্বশুরবাড়িতে কাটাতে হয়।
এরই মধ্যে আমার স্ত্রীর সাথে বেশ কয়েকজন ছেলের গোপনে যোগাযোগ রয়েছে বিষয়টি আমি জানতে পারি এবং হাতেনাতে কয়েকবার ধরেছি। আমি একটি এনজিওতে গোপালগঞ্জ কর্মরত থাকায় সে বাবার বাড়িতে থেকে বিভিন্ন ছেলেদের সাথে যোগাযোগ করে অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে। এ বিষয়টি আমার শ্বশুর-শাশুড়িসহ এলাকার অনেককেই জানাই। তারা বেশ কয়েকবার সালিশ বৈঠক করে আমার স্ত্রীকে সতর্ক করে দিলেও সে ভালো না হয়ে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন কথা-কাটাকাটি শেষে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। পরে কৌশলে রুমে ঢুকে দেখি আমার স্ত্রী একজনের সাথে ভিডিও কলে কথা বলছে। পরে আমি ফোনটি আমার স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি। একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এক সময় আমার স্ত্রী ও শাশুড়ি আমাকে মারার চেষ্টা করে। আমি ভয়ে পাশের বাড়িতে আশ্রয় নেই।
বিষয়টি নিয়ে ঈদের পরের দিন সালিশ হয়। এরই মধ্যে আমার স্ত্রীর পরকীয়া প্রেমিক ও তার লোকজন আমাকে হুমকি দেয়। আমি জীবনের নিরাপত্তা চেয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। যেকোনো মুহূর্তে আমাকে তারা মেরে ফেলতে পারে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
বিডি প্রতিদিন/এমআই