বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড মেঘিয়া এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত, অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার জানিয়েছেন।
তিনি জানান, মেঘিয়া এলাকার শিকদার ও হাওলাদার বাড়ির মাঝখানে কচুরিপানা ভর্তি ডোবা থেকে ২০ থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে। পড়নে ছিল একটি লাল গেঞ্জি ও কালো রঙের জিন্স প্যান্ট।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে হত্যা করে লাশটি এখানে ফেলা হয়েছে। অজ্ঞাত এই লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলে ওসি জাকির হোসেন শিকদার জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক