তরমুজ চুরিতে বাধা ও দাবিকৃত চাঁদা না দেওয়ায় বরিশালের বাকেরগঞ্জে পিটিয়ে আহত করা কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল ভোররাত পৌনে ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচরে ওই হামলার ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস হাওলাদার (৪৫) পেশায় কৃষক ও ওই এলাকার আবদুর রাজ্জাক হাওলাদারের ছেলে। নিহতের মামাতো ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মজিবুর রহমান জানান, বাড়ির পাশের জমিতে তরমুজ চাষ করেছিলেন কুদ্দুস হাওলাদার। স্থানীয় বখাটেরা তার জমি থেকে কিছু তরমুজ নিয়ে যায় এবং চাঁদাও দাবি করে।
এর প্রতিবাদ জানালে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুদ্দুস হাওলাদারকে একা পেয়ে মারধর করে মিরাজ, আনোয়ার, হাসনাইন, সরোয়ার সানি, মতিউর রহমান, ফয়সালসহ ১০-১৫ জন।
বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই এনামুল হক শহীদ জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে আনা হয়েছে। এদিকে এ হত্যার বিচার দাবি করেছেন নিহতের মেয়ে সাদিয়া।