ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি পেশাদার চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ।
মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
গ্রেফতাররা হলেন, শারমিন আক্তার ওরফে খুশি (২৬), মো. সবুজ (৩৫) ও সালেহা ওরফে সালে (৬০)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া আর্মি ক্যাম্প এলাকায় বসবাস করতেন।
ডিবি পুলিশের সূত্র জানায়, গ্রেফতার শারমিন আক্তার ও মো. সবুজের বিরুদ্ধে পূর্বে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। শারমিনের বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানায় এবং সবুজের বিরুদ্ধে শ্যামপুর ও কদমতলী থানায় মামলাগুলো আদালতে বিচারাধীন। গ্রেফতারের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/কেএ