রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বোচ্চ কাজ করবো।
রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাকসু ভিপি বলেন, শিক্ষার্থীদের মৌলিক যেসব সমস্যা যেমন হলে সুষম খাবার ও নিরাপদ পানি সংকট নিরসন এবং ইশতেহারে উল্লেখিত সকল প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। স্বতন্ত্র প্রার্থীও কয়েকজন আছেন। তাই তাদেরগুলোও সমন্বয় করা হবে।
দলের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে রাকসুর দায়িত্বে কোনো প্রভাব পড়বে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, আমি শাখা শিবিরের সভাপতি। শিক্ষার্থীদের নিয়েই কাজ করি। রাকসুতে শিক্ষার্থীরা ভোট দিয়ে আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি তাদের অধিকার আদায়েই কাজ করবো। এখানে সাংগঠনিক প্রভাব সেই অর্থে থাকবে না।
জিএস সালাউদ্দিন আম্মার বলেন, এই নির্বাচন একটি চ্যালেঞ্জ ছিল। এ নির্বাচনের ফলে দীর্ঘদিনের অচলাবস্থা কেটে গেছে। তবে চ্যালেঞ্জ শেষ হয়নি। শিক্ষার্থীরা যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেটা আমি সর্বোচ্চ দিয়ে পালনের চেষ্টা করব। প্রশাসনিক জবাবদিহি এবং নিয়মিত রাকসু নির্বাচন নিশ্চিতে কাজ করবো।
মিলনায়তনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এরপর পর্যায়ক্রমে হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পড়ান স্ব স্ব হলের প্রাধ্যক্ষবৃন্দ।
অনুষ্ঠানে রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি নির্বাচন হয়েছে। এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে সকলের সহযোগিতায় সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন নির্বাচিতরা যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রাকসুর মর্যাদা রক্ষা করবেন সেই প্রত্যাশা করি।
এর আগে, গত ১৬ অক্টোবর রাকসুর ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে কেন্দ্রীয় সংসদে ভিপি ও এজিএসসহ ২৩ পদের মধ্যে ২০ পদেই জয় পায় শিবির সমর্থিত প্যানেল। আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস পদে জয় পান সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয় পান তোফায়েল আহমেদ তোফা। এছাড়া হল সংসদের প্রতিটি হলেই কিছু সম্পাদকীয় পদ ছাড়া সকল পদে জয় পায় শিবির।
বিডি প্রতিদিন/এমআই