খুলনার ফুলতলা উপজেলার সুপার জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রবিবার (১০ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৯টায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, তদন্ত কমিটি করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। খুলনা, দৌলতপুর ও যশোরের নওয়াপাড়া হতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সুপার জুট মিলের ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, রবিবার রাত পৌনে ১০টার দিকে মিলের অভ্যন্তরে রাখা পরিত্যক্ত জুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে মিলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপক দল চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সুপার জুট মিলের মালিক ফিরোজ ভূইয়া বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে মিলটি রক্ষা পেয়েছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লাল হোসেন বলেন, রবিবার রাত পৌনে ১০টায় আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে খুলনা ও যশোরের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পুলিশ ও ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। ফলে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ