গাইবান্ধার পলাশবাড়ীতে ১৫ বোতল ফেনসিডিলসহ রায়কুল ইসলাম (৪২) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। এসময় নগদ ১লাখ ৩ হাজার ৪৫২ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রায়কুল ইসলাম রংপুরের তাজহাটের আশরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে।
শনিবার (২ আগস্ট) বিকাল ৩টায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় একটি যাত্রীবাহি বাস তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
যৌথ বাহিনী সূত্র জানায়, শনিবার বিকাল ৩টায় গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি টহলদল ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ি ফায়ার সার্ভিস এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহি বাস থামিয়ে সন্দেহভাজন ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা উদ্ধারসহ রায়কুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইন-প্রয়োগকারী সংস্থাসমূহের কার্যক্রম জোরদার করা হয়েছে। পরে ওই সব ফেনসিডিল ও নগদ টাকাসহ গ্রেপ্তার আসামীকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এএম