আগামী সপ্তাহ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চালু করা হচ্ছে দর্শনার্থী কার্ড। হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও অতিরিক্ত দর্শনার্থী ঠেকাতে এ উদ্যোগ নিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান বলেন, আগামী সপ্তাহেই প্রাথমিকভাবে মেডিসিন ভবনে দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হবে। সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে দর্শনার্থী কার্ড বিতরণ করা হবে। কম্পিউটারে কোন রোগী কবে থেকে কয়টি দর্শনার্থী কার্ড ভোগ করছেন, সেই তথ্য লিপিবদ্ধ করা থাকবে।
তিনি জানান, দর্শনার্থী কার্ড ব্যতীত হাসপাতালের ভেতরে প্রবেশ করা যাবে না। প্রতিটি কার্ড ১০০ টাকা দিয়ে করতে হবে। কার্ড জমা দিয়ে ১০০ টাকা ফেরত নিতে হবে। একজন রোগী সর্বোচ্চ দুইটি কার্ড পাবে। কার্ডের মেয়াদ ৭ দিন। মেয়াদোত্তীর্ণ কার্ড ব্যবহার করলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হলে এই হাসপাতাল থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে বলে মন্তব্য করেন সহকারী পরিচালক।
এ বিষয়ে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর জানান, অতিরিক্ত দর্শনার্থীর কারণে হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়। হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে যেন অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ না করতে পারে, সেজন্য দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু করা হবে। তবে হাসপাতালের ভিজিটিং আওয়ারে (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারবেন স্বজনরা।
বিডি প্রতিদিন/এমআই