দেশজুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ধর্ষকদের শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সোমবার (১০ মার্চ) সকালে রাজু ভাস্কর্যের সামনে ঢাবির বিভিন্ন অনুষদ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে জড়ো হন। ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এ সময় ভুক্তভোগীদের চেহারা নয়, ধর্ষকদের চেহারা প্রকাশ্যে আনতে হবে বলেও জানান শিক্ষার্থীরা। তারা বলেন, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে জনসম্মুখে বিচার করতে হবে, যাতে করে আর কেউ এমন নৃশংস কাজ করার সাহস না পান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন