চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জুবায়ের শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সড়কটির ধুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের খুলনার বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের বাসিন্দা। তিনি পরিবারের সাথে নগরীর মাইলের মাথায় এলাকার ভাড়া বাসায় থাকতো।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, জুবায়ের একটি গার্মেন্টসে চাকরি করতেন। শুক্রবার রাতে সম্ভবত সেখানে বেড়াতে গিয়েছিলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- রাত ৮টার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান। ইতিমধ্যে নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম