হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ১৯ বছর ধরে পলাতক আসামি মোবারক হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩ মে) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে রবিবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তারকৃত মোবারক ফেনীর সদর থানার মধ্যম মাথিয়ারা গ্রামের বাসিন্দা।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনীর একটি হত্যা মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকার অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মোবারক দীর্ঘ ১৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।
বিডি প্রতিদিন/এএম