বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি হাঙ্গর। রবিবার সকালে হাঙ্গরটি ধরা পড়ে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন।
তিনি জানান, উপজেলার চুন্নু মাঝির জালে হাঙ্গরটি ধরা পড়ে। বিভিন্ন প্রজাতির হাঙ্গর রয়েছে—এটি কোন প্রজাতির, তা বিশেষজ্ঞ ছাড়া নির্ণয় করা সম্ভব নয়। ধরা পড়া হাঙ্গরটির ওজন ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় তিন ফুট।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, হাঙ্গর সাধারণত গভীর সমুদ্রের লবণাক্ত পানিতে বাস করে। তবে কিছু প্রজাতি সমুদ্র উপকূলে কম লবণাক্ত পানিতেও দেখা যায়। যদিও হাঙ্গর মিঠা পানিতে বেঁচে থাকতে পারে, সাধারণত তারা সেখানে আসে না। ফলে এটি একটি অস্বাভাবিক ঘটনা।
ধারণা করা হচ্ছে, সাগরের কোনো জেলের জালে আটকে গিয়ে হাঙ্গরটি দলছুট হয়ে নদীতে ঢুকে পড়েছে। পানি থেকে তোলার পরই এটি মারা যায়।
তিনি আরও জানান, বিষয়টি বন বিভাগকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, তিনি বিষয়টি এখনো জানেন না।
বিডি প্রতিদিন/আশিক