চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার এলাকার একটি খালে ভাসছিল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে। কোতোয়ালী থানার সিএন্ডবি পোল সংলগ্ন রুমঘাটার পেছনের খালে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুবেল আফরাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশটা এখনো উঠাতে পারিনি, চেষ্টা চলছে। তাই লাশের বিস্তারিত কোনো তথ্য নেই। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম