চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হলো সেল কাউন্টার ও ইলেক্ট্রোলাইট অ্যানালাইজার। মঙ্গলবার থেকে উপজেলার সরকারি এই হাসপাতালে রক্ত পরীক্ষার প্রায় ১০ লাখ টাকার ল্যাব উপকরণ সংযোজন করা হয়। সঙ্গে দেওয়া হয় পরীক্ষার রি এজেন্ট। এর মাধ্যমে রোগীর সেবার পরিধি আরও বাড়ল।
জানা যায়, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৫০ শয্যার। এ হাসপাতালে আগে কেবল রুটিন রক্ত পরীক্ষা চালু ছিল। ফলে রোগীদের জরুরি রক্তের টেস্টগুলো করাতে পারতেন না। এখন সেল কাউন্টার ও ইলেক্ট্রোলাইট অ্যানালাইজার চালুর মাধ্যমে রোগীরা সরকারি হাসপাতাল থেকে সরকার নির্ধারিত মূল্যে স্বল্প খরচে প্ল্যাটিলেট কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, ইলেক্ট্রোলাইট ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। বেসরকারি ল্যাবে যে টেস্ট ১৫০০ থেকে ২০০০ টাকা লাগে, এখন এই হাসপাতালে সরকারি মূল্য ২৫০ থেকে ৩৫০ টাকায় করা যাবে। ফলে সরকারি স্বাস্থ্যসেবা আরও বৃদ্ধি পাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, গত তিন মাসে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ব্লাড ব্যাংক, আইসোফ্লুরেথেন যুক্ত অ্যানেসথেসিয়া মেশিন চালু করা হয়েছে। এবার যোগ করা হলো ব্লাড সেল কাউন্টার ও ইলেক্ট্রোলাইট অ্যানালাইজার। এর মাধ্যমে বোয়ালখালীর প্রান্তিক জনগণের সরকারি স্বাস্থ্যসেবা ইতিমধ্যে অনেকাংশে উন্নত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বিদ্যমান সেবার পাশাপাশি ল্যাবরেটরি হাসপাতালের সামগ্রিক সেবা উন্নত করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্সসহ সকলের সার্বিক সহযোগিতায় হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও নতুন সেবা যুক্ত করা সম্ভব হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই