ইউসুফ আলী নামে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক এসআইকে মারধর করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছে ওয়্যারলেস সেট, মোবাইল ও মানিব্যাগ। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ ও মো. সাইমন।
শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন আউটার রিং রোডে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার এসআই ইউসুফ আলী ৩৬তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। বর্তমানে তিনি পতেঙ্গা থানায় কর্মরত।
সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, এসআই ইউসুফ আলী দায়িত্ব পালনকালে কয়েকজন যুবক তাকে হেনস্তা করে। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, পতেঙ্গা সৈকত এলাকায় স্থানীয় কিছু যুবক গাঁজা সেবন করছিল। এসময় পতেঙ্গা থানার টহল পুলিশের এসআই ইউসুফ আলী গাঁজা সেবন করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা দোষ স্বীকার করে ক্ষমা চাইলে ইউসুফ সতর্ক করে তাদের ছেড়ে দেন। ছাড়া পাওয়ার পর আরও কয়েকজন যুবকসহ এসে এসআইকে হেনস্তা করে। বলতে থাকে ‘আপনি তো ভুয়া পুলিশ। আইডি কার্ড কই?’ এরপর এসআই ইউসুফকে এলোপাতাড়ি মারধর করা হয়। কেড়ে নেওয়া হয় ওয়াকিটকি সেট, মোবাইল ফোন ও মানিব্যাগ। পরে পতেঙ্গা থানা পুলিশ এসআই ইউসুফ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ফুটেজে এসআই ইউসুফ আলীর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। খুলে ফেলা হয় ইউনিফর্ম।
এসময় এসআই ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মোবাইল, মানিব্যাগ, ওয়্যারলেস সব নিয়ে গেছে ওরা’। ওই ভিডিওতে মোবাইলটি তার পকেটে ঢুকিয়ে দিতে দেখা যায়।
বিডি প্রতিদিন/এমআই