জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী জাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।
শনিবার ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।
এসময় জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমরা দেখেছি যে দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের যেভাবে কাজ করা দরকার, আমরা সেভাবেই কাজ করে যাব ইনশাল্লাহ। জাকসু আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিল, যৌক্তিক এ অধিকার থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের সে অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম। এখন আমি মনে করি জাকসুর অফিশিয়াল ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই অধিকার ফিরে পেয়েছি।
এদিকে, জাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।রবিবার এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ লড়াইয়ের পর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুজ্জীবিত হওয়ায় ৩৩ বছর পর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত ঐতিহাসিক জাকসু নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়ন হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন উপাচার্য।
বিডি প্রতিদিন/এমআই