ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা এক ছাত্রীকে গণধর্ষণের হুমকি প্রদানের ঘটনায় বরাবরের মতো দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল। একই সঙ্গে তারা ইবি শিক্ষার্থী সাজিদ হত্যায় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারেরও দাবি করেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হয়। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, রাফিজ, নুর উদ্দীনসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, শিবির ডাকসু নির্বাচনের ঘটনায় রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি দিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হেনস্থা করছে এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিং করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামীর শান্তির বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সনদ ও নম্বরপত্র উত্তোলনে ভোগান্তিতে পড়ছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান, না হলে প্রশাসন ভবন ঘেরাও করতে বাধ্য হবে।
বিডি প্রতিদিন/হিমেল