খুলনা বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় যুক্ত থেকে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন বিকাশের সুযোগ পাচ্ছেন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অর্জন-অগ্রগতির পাশাপাশি বিভিন্ন সমস্যামূলক তথ্য গণমাধ্যমে উঠে আসে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা খুলনার সাংবাদিক সমাজে একটি মর্যাদার অবস্থান তৈরি করেছে।’
আজ রবিবার (১১ মে) খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’ এর মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি ড. মো. হারুনর রশীদ খান।
খুবি ভিসি আরও বলেন, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে ও সামাজিক দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকা অনেক। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির কল্যাণে সাংবাদিকতা সহজ হয়েছে ঠিকই, তবে তা দায়িত্বহীন হওয়া উচিত নয়।
শুরুতে বিদায়ী কমিটির সভাপতি একরামুল হক স্বাগত বক্তব্যে খুবিসাসের যাত্রাপথ, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। নবনির্বাচিত সভাপতি আলকামা রমিন তার বক্তব্যে সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক ফাইল তুলে দেন।
বিডি প্রতিদিন/জামশেদ