বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী বাউবির প্রফেসর ইমেরিটাস পদে সোমবার তাঁর দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম দেশবরেণ্য শিক্ষাবিদ ড. শমশের আলীকে ফুল দিয়ে বরণ করেন এবং অভিনন্দন জানান।
বাউবি’র তথ্য ও গণসংযোগে বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি জানান, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার, ডীন, পরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ