গাজীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা রাজবাড়ী মাঠ প্রাঙ্গনে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) মো. রবিউল হাসান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উদ্যোগে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) মো. মোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি কামাল হোসেন, কৃষি উদ্যোক্তা মরিয়ম আক্তার লাবণ্য লতা প্রমুখ।
মেলায় গাজীপুরের বিভিন্ন উপজেলার দুই শতাধিক কৃষক-কৃষাণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান বলেন, মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে। মেলায় ২৫টি স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপণ পদ্ধতি, কৃষি যন্ত্রপাতি, জৈব বালাইনাশকের ব্যবহার, ভার্মি কম্পোষ্ট, ইত্যাদি। মেলায় উন্নত প্রযুক্তি ও নিয়মাবলির লিফলেট বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে। কৃষি উদ্দোক্তারা নার্সারিসহ বিভিন্ন কৃষি পণ্যের স্টল স্থাপন করেছেন। মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/জামশেদ