জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিক্ষোভ-মিছিলে উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী কাকরাইল মসজিদ মোড়। টানা দ্বিতীয় দিনের মতো তিন দফা দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে থেকে পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একটানা বিক্ষোভ-মিছিল ও নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় তাদের।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', ভুজুংভাজুং বুঝি না, লংমার্চ টু যমুনা', রক্ত লাগলে রক্ত দে, তারপরও আবাসন দে', আর নয় হেলাফেলা, এবার হবে আসল খেলা' বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও,' একশান টু একশান, ডাইরেক্ট একশান', জবিয়ান আসছে, রাজপথ কাঁপছে', বৈষম্যের বাজেট, মানি না মানব না,' শিক্ষকদের অপমান, সইবে না রে জবিয়ান,' আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে', পুলিশের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও' সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা গতকাল থেকে একটানা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি কিন্তু সরকার বা কারো টনক নড়ছে না। আমরা তো কোনো দয়া বা ভিক্ষা চাইতে আসেনি। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে এসেছি। প্রধান উপদেষ্টার কাছ থেকে ঘোষণা না আসা পর্যন্ত রাজপথ ছেড়ে কোথায় যাবো না।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের যৌক্তিক তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। সব বিশ্ববিদ্যালয়ের হল আছে, আবাসন ভাতা বরাদ্দ আছে কিন্তু আমাদের কিছু নেই। এভাবে তো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। হয় এবার আবাসন দেন নতুবা একবারে ক্যাম্পাসটি বন্ধ করে দেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো-
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থ-বছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থ-বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
উল্লেখ্য, গতকাল দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা তিন দাবি আদায়ে যমুনা অভিমুখী কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে।
বিডি প্রতিদিন/আরাফাত