বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের নাম ও ছবি ব্যবহার করে খোলা দুইটি হোয়াটস এ্যাকাউন্ট থেকে বিভিন্ন মানুষকে বিভ্রান্তিমুলক বার্তা প্রেরন করা হচ্ছে।
বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলে বিষ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ জানিয়েছেন।
এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সোনিয়া খান বলেন, শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নম্বর দিয়ে এভাবে বিভ্রান্তিমুলক বার্তা পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা বিষয়টি পুলিশকে অবহিত করেছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ